Agamir Taroka 2021

Agamir taroka

আগামীর তারকা-২০২১ একক  নৃত্য ও একক সংগীত  প্রতিযোগীতা। রেজিষ্ট্রেশন চলছে….

শুরু হতে যাচ্ছে আগামীর তারকা – সিজন ২

গত বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভা অন্বেষণ বিষয়ক প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান “আগামীর তারকা – ২০২১”। এবছর অনলাইন থেকে অফলাইনে সরাসরি প্রতিযোগীতায় অংশগ্রহণ করা যাবে একক নৃত্য ও একক সংগীত এই  দুটি বিভাগে।

প্রতিযোগীতার নিয়মাবলীঃ

১) বয়সসীমা – ১২ থেকে ৩০ বছর

২) একজন প্রতিযোগী নাচ ও গান উভয় বিভাগে অংশ নিতে পারবে।

৩) প্রতিযোগীকে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগের দুটি করে পারফর্মেন্সের ভিডিও প্রেরণ করতে হবে, অর্থাৎ নাচের বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীকে দুটি নাচের ভিডিও এবং গানের বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীকে দুটি গানের ভিডিও প্রেরণ করতে হবে অনলাইনে অথবা হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নং +৮৮০১৭১৫০০৮৩১০

৪) অনলাইনে রেজিষ্ট্র্রেশনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে আগ্রহী প্রতিযোগীকে জীবন বৃত্তান্ত এবং ছবি সহ সংশ্লিষ্ট বিভাগের দুটি ভিডিও হোয়াটসঅ্যাপ করতে হবে। যারা অনলাইনে রেজিষ্ট্রেশন করবেন তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করার প্রয়োজন নেই।