টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। আজ সকাল ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট কেন্দ্রের এক নম্বর বুথে তিনি টিকা নেন। টিকা নেয়ার আগে সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে এসে সারা দেশে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে করোনায় মৃত্যুর হার বেশি হলেও আমাদের দেশে তুলনামূলক অনেক কম ছিল। এখনও মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও অনেক কমে এসেছে। আশা করি ভ্যাকসিনের মাধ্যমেই আমরা করোনাকে জয় করবো।