‘ওমর সানী-মৌসুমী ফ্যান ক্লাব’ ওয়েবফিল্মে ফারদিন

নির্মিত হচ্ছে ‘ওমর সানী-মৌসুমী ফ্যান ক্লাব’ নামে ওয়েব ফিল্ম। এতে নায়ক চরিত্রে দেখা যাবে তরুণ কন্ঠ শিল্পী ফারদিনকে। ইএসকে মিডিয়া বিডির প্রযোজনায়, রফিকুল ইসলাম বুলবুলের পরিচালনায় সমাজের সমসাময়িক সামাজিক ব্যাধির বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম।
আগামী সপ্তাহে ছবিটির শুটিয়ের কাজ শুরু হবে। ওয়েব ফিল্মে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে।
এই ফিল্মের নায়ক শিল্পী ফারদিন ইতিমধ্যে তামিল সিনেমার এন্টি নায়ক হিসেবে অভিনয় করেছেন। এই ফিল্মে অভিনয়ে রয়েছেন চিত্রনায়িকা শ্রাবণী সিনহা। বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ইঞ্জিনিয়ার শাকিল খান। ওয়েভ ফিল্মটি কানাডা ভিত্তিক সনিফ্লিক্স টিভিতে প্রদর্শিত হবে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ফিল্মের পরিচালক রফিকুল ইসলাম বুলবুলের সঙ্গে অভিনয় শিল্পীদের চুক্তি স্বাক্ষরিত হয়।