জামালের সুস্থ হওয়ার অপেক্ষায় কলকাতা মোহামেডান

জামাল ভূঁইয়ার সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে তার নতুন দল কলকাতা মোহামেডান। আর বাংলাদেশি ফুটবল তারকা নিজেও যত শিগগির সম্ভব মোমেডানের হয়ে খেলতে চান। শুক্রবার কাতার থেকে এমন কথা জানান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গুঞ্জন ছিল, করোনা আক্রান্ত জামাল ভূঁইয়ার বিকল্প খুঁজছে কলকাতা মোহামেডান।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে ম্যাচ খেলে অধিনায়ক জামাল ভূঁইয়া বাদে বাংলাদেশ দলের সবাই দেশে ফিরেছেন। জামাল সেখানে কয়েকটি দিন ছুটি কাটাবেন বলে থেকে গিয়েছিলেন। ওখান থেকেই ভারতে গিয়ে আই-লীগের দল কলকাতা মোহামেডানে যোগ দেয়ার কথা ছিল জামাল ভূঁইয়ার। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় যেতে পারেননি তিনি।
আগের চেয়ে জামালের শারীরিক অবস্থা এখন ভালো। বাংলাদেশ অধিনায়ক আশা করছেন শিগগিরই সুস্থ হয়ে কলকাতার ঐতিহ্যবাহী দলটিতে যোগ দিতে পারবেন। খেলতে পারবেন আই-লীগে।
জামাল ভূঁইয়া আপাতত কাতার ফুটবল আসোসিয়েশনের অধীনে একটি আইসোলোশন কেন্দ্রে আছেন। শুক্রবার রাতে সেখান থেকে জামাল ভূঁইয়া মুঠোফোনে বলেন ‘আমি আগের চেয়ে ভালো আছি। দুইদিন পর আবারও করোনা পরীক্ষা করাবো। আশা করি সব ঠিক হয়ে যাবে।’
আগামী ৯ই জানুয়ারি শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ফুটবল আসর- আই লীগ। জামালের দল কলকাতা মোহামেডান চাইছে তিনি দ্রুত দলে যোগ দিন। জামালও সময় গুনছেন কবে সেখানে খেলতে যাবেন। বাংলাদেশ দলের অধিনায়ক ও মিডফিল্ডার জামাল ভূঁইয়া বলেন, ‘কলকাতা মোহামেডান আমাকে চাইছে। আমিও সেখানে খেলতে চাই। দ্রুত সুস্থ হয়ে উঠতে পারলে ভালো হবে। আশা করছি কোনও সমস্যা হবে না।’