শীতকালে ত্বকের যত্ন নিয়ে কিছু ভুল ধারণা

শীতকালে ত্বকের যত্ন নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে। এ সময় ত্বক ঠিক রাখতে অনেক কিছুই ব্যবহার করে থাকি আমরা। এভাবে নিজের অজান্তেই বড় রকমের ক্ষতি হয়ে যায়।
শীতের সময়ে যে কোনো ধরনের ত্বকেরই একটু বাড়তি যত্ন নিতে হয়। যত্নটা নেয়া চাই ত্বক বুঝে।
আসুন জেনে নিই শীতে ত্বকের যত্নে আমাদের কী করা উচিত।
কী করবেন-
১. শীতকালে শুষ্ক ত্বককে নরম করতে ময়শ্চারাইজার ব্যবহার করা হয়। অনেকেরই ধারণা, বেশি ক্রিম দিলে ত্বক হাইড্রেট থাকে। এটি ভুল ধারণা। বরং বেশি পরিমাণে ক্রিম প্রয়োগ করলে ত্বকের ক্ষতি হতে পারে। ত্বককে হাইড্রেট করার জন্য পানি চাহিদামাফিক পান করা উচিত।
২. ঠাণ্ডা হাওয়ায় ত্বক উজ্জ্বল হয় এ ধারণা মোটেও ঠিক নয়। ত্বকে ঠাণ্ডা বাতাস লাগলে ত্বক শুষ্ক-রুক্ষ হয়ে যায়।
৩. শীতকালে ঠোঁট ফাটা খুবই সাধারণ ব্যাপার। এ সময় ঠোঁটের যত্নে নিয়মিত ভ্যাসলিন ও লিপজেল ব্যবহার করা দরকার। এতে ঠোঁট নরম ও কোমল হবে।
৪. অনেকেই মনে করেন শীতের সময় সানস্ক্রিনের দরকার পড়ে না। শীতেও ত্বকের যত্নের জন্য সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই উচিত! কারণ শীতের সকালে বা দুপুরে অনেকেই রোদে বসতে পছন্দ করেন। তাই ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
তথ্যসূত্র: বোল্ডস্কাই