রোগীকে ধর্ষণের অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

লক্ষ্মীপুরে চরকাচিয়া এলাকায় কমিউনিটি ক্লিনিকে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মী আবদুল মান্নান ব্যাপারীর বিরুদ্ধে। বুধবার রাতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্র জানাযায়, বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই নারী চিকিৎসার জন্য যায় যায়। এসময় কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটার (স্বাস্থ্যকর্মী) আবদুল মান্নান ব্যাপারী জোরপূর্বক একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আবদুল মান্নান। পরে ওই নারীকে উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে যায় স্থানীয়রা। রাতে ওই নারী বাদী হয়ে আবদুল মান্নানকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল বলেন, ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মী আবদুল মান্নানের বিরুদ্ধে নির্যাতিত নারী মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।