নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পাবলিক হলে নেত্রকোণা জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন ও সমবায়ীবৃন্দের আয়োজনে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম খান, জেলা সমবায় অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও তুহিন আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের গরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ২০৪১ সালে উন্নত দেশের সারিতে পৌঁছানো লক্ষ্য রয়েছে। বাংলাদেশকে এমন লক্ষ্যে নিয়ে যাওয়ার স্বপ্নই দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।