মোহাম্মদপুরে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু ৩

রাজধানীর মোহাম্মদপুরের বেড়ীবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই দোকান কর্মচারি আমির হোসেন (৩৭) ও সাইদুর রহমান (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন তিন জন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আটটার দিকে এক জন ও পৌনে ১১টার দিকে আরো একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়।এই ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টায় ফারুক হোসেন (৩৭) নামের আরও এক জন মারা যায়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমিরের শরীরের ৩৭ শতাংশ ও সাইদুর রহমানের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ ছিল। তাদের শ্বাসনালীও দগ্ধ ছিল। চিকিৎসাধীন আজ তার মৃত্যু হয়েছে।
এ দিকে আবুল কাশেম জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্হায় সকাল আটটার দিকে সাইদুর রহমান (৩৪) ও সকাল সাড়ে দশটার দিকে আমির হোসেন (৩৭) মারা যান। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিন জন।