১০ বছর বয়সি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ আটক

বগুড়ার নন্দীগ্রামে ১০ বছর বয়সি স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে আবু তালেব নামের ৬৫ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা চকনাথখোলা গ্রামে এঘটনা ঘটে। পরে রাতে নিজ এলাকা থেকে ঐ বৃদ্ধকে গ্রেফতার করা হয়। বৃদ্ধ আবু তালেব কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে বলে জানা গেছে।
শিশুটির পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের বৃদ্ধ আবু তালেব তৃতীয় শ্রেণির ছাত্রীকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে বৃদ্ধ আবু তালেবকে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এ ব্যপারে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধ আবু তালেবকে গ্রেফতার করে রবিবার (১ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।