প্রয়াত বাবু’র পরিবারকে ফ্ল্যাট দিলো বিএনপি

সাবেক ছাত্র নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী-সন্তানদের জন্য ঢাকায় ফ্ল্যাট দিল বিএনপি। দলের পক্ষ থেকে দেয়া ফ্ল্যাটের প্রয়োজনীয় কাগজপত্র রোববার তাদের হাতে তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন দুপুরে প্রয়াত শফিউল বারী বাবুর ইস্কাটনের বাসায় গিয়ে তার স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের হাতে ফ্ল্যাটের কাগপত্র বুঝে দেন বিএনপির মহাসচিব। এ সময় প্রয়াত শফিউল বারী বাবুর দুই সন্তানের মাথায় আদর ও স্নেহের পরশ বুলিয়ে দেন তিনি। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন ঢাকা-১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।
শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। গত জুলাই মাসে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।