গৃহবধূ ধর্ষণ মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা ধর্ষণ মামলায় মো. জুয়েল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। রোববার সকাল ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জুয়েল কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের মো. বিল্লালের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ই মার্চ রাতে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে মো. জুয়েল। এ ঘটনায় ওই নারীর স্বামী জুয়েলকে আসামি করে কুমারখালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
কুমারখালী থানা পুলিশ ২০১৯ সালের ২৮শে নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. আবদুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।