শিগগির রিলিজ হচ্ছে ‘এটিএন লাইফস্টাইল সংলাপ’

সাইবার ক্রাইম নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সিটিটিসি’র সাইবার ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম। ‘এটিএন লাইফস্টাইল সংলাপ’ শিরোনামে অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ‘এটিএন এমসিএল’ ও ‘এটিএন লাইফস্টাইল’ ইউটিউব চ্যানেলে শিগগির রিলিজ হবে। আজ বিকালে অনুষ্ঠানটি এটিএন লাইফস্টাইলের স্টুডিওতে রেকর্ড করা হয়।
এতে অতিথি ছিলেন এডিসি নাজমুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাংবাদিক রুদ্র মিজান। অনুষ্ঠানে সাইবার অপরাধ, প্রতিকার, অপরাধের ধরণ, শাস্তি, যৌন সুড়সুড়িমূলক বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে আলোচনা করেছেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম।