এটিএন বাংলার ডিজিটাল অডিও স্টুডিও উদ্বোধন

এটিএন বাংলার ডিজিটাল অডিও স্টুডিও নতুন করে রেনোভেশন করার পর উদ্বোধন করেন এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সাথে ছিলেন উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, উপদেষ্টা (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরণ, চিফ ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম আদর, চিফ সাউন্ড ইঞ্জিনিয়ার শেখ সোয়েব আহমেদ মুক্তি, ব্রডকাস্ট সাউন্ড ইঞ্জিনয়ার কাউসার আহমেদ খোকন এবং সাউন্ড রেকর্ডিস্ট সবুজ।