বাংলাদেশে করোনায় প্রাণহানি ৫ হাজারের বেশি

আজ মঙ্গলবার |
গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছে ২৮ জন | এ নিয়ে দেশে প্রাণহানির মোট সংখ্যা ৫০০৭ জন| গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১,৫৫৭ জন| নমুনা সংগ্রহ করা হয় ১৪১৬৪ টি| নমুনা নিবেচনায় শনাক্তের হার প্রায় ১১ শতাংশ|
আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়|