মনিরামপুরে মাদকাসক্ত নাতির হাতে দাদী খুন

মনিরামপুরে মাদকাসক্ত নাতি সজিব হোসেনের হাতে দাদী সকিনা বেগম(৭৫) খুন হয়েছেন।
গত শুক্রবার মনিরামপুর উপজেলার নোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সকিনা নোয়ালী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
এঘটনায় নিহতের ছেলে সহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মনিরামপুর থানা পুলিশ সজিবকে আটক করে যশোর আদালতে পাঠিয়েছেন।
মামলার বাদী সহিদুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেন্বর আমার মা সকিনা বেগম ঝিকরগাছা উপজেলার দিকদানা গ্রামে মেয়ের বাড়ী বেড়াতে যাওয়ার জন্য আমার চাচাত ভাই এর ছেলে সজিবকে সাথে নিয়ে রওনা হন। পথি মধ্যে নোয়ালী মাঠের মধ্যে ফাঁকা জায়গায় পৌছালে সজিব পিছন দিক থেকে বৃদ্ধ দাদির মাথায় ও শরীরে আঘাত করে দাদীর গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। কিন্তু এলাকার লোক জন এসে পড়ায় সে চেন ও কানের দুল ফেলে রেখে পালিয়ে যায়।পরে সকিনাকে এলাকা বাসি উদ্ধার করে যশোর একটি বে সরকারী হাসপাতালে ভর্তি করেন। গত বৃহস্পতিবার চিকিৎসা রত অবস্থায় তার মৃত্যু হয়। মনিরামপুর থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার উদ্ধার করে যশোর ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
মশ্মিমনগর ইউপি চেয়াম্যান আবুল হোসেন জানান,সজিব হোসেন কিশোর হলেও সে মাদকাসক্ত। পুলিশ সজিবকে আটক করে যশোর আদালতে প্রেরণ করলে জবান বন্দী গ্রহণ শেষে ম্যাজিরস্ট্রট তাকে যশোর শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।