পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুরো বিভাগে (নেত্রকোণা-শেরপুর-জামালপুর-ময়মনসিংহ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পানাত শাহ বলেন, ‘মার্সেলিং বোর্ড ওভারহিট হয়ে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনায় পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ ঠিক হবে এ মুর্হুতে বলা যাচ্ছে না। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।’