আশুলিয়ায় বাস খাদে, ১২ পোশাক শ্রমিক আহত

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় চাকা ফেটে পোশাক শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১২ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোয়াইলবাড়ী-জিরানী আঞ্চলিক সড়কের আশুলিয়ার গোয়াইলবাড়ী বাজারের সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডিইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কেউ মারা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সকালে শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম থেকে ২০-২৫ জন শ্রমিক নিয়ে টেঙ্গুরী এলাকায় স্পিনিং ট্রেড লিমিটেড কারখানায় যাচ্ছিল বাসটি। মূলত ওই কারখানার শ্রমিক পরিবহনে বাসটি ব্যবহৃত হয়। গোয়াইলবাড়ী এলাকায় পৌঁছলে সামনের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা বাসের ভিতর থেকে আহত ১০-১২ জন শ্রমিককে উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসের ভেতর তল্লাশি চালিয়ে আটকেপড়া কাউকে পাওয়া যায়নি। বাসটি উদ্ধারে তৎপরতা চলছে।