বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের আরও ৪৯ কম্পিউটার চুরি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদের কাছে রোববার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া এ সময় সাংবাদিকদের বলেন, “আমরা ৭ সদস্য সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। এ প্রতিবেদনের আলোকে প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে বলে আশা করছি। চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি ইতোমধ্যে উদ্ধার হয়েছে; বাকি ১৫ টি কম্পিউটারও উদ্ধার হবে।“
গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। পরে পুলিশ ঢাকার একটি হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে ।
এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ