করোনাভাইরাস: খুলনার এমপি বাবু চিকিৎসার জন্য ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে।
তার ব্যক্তিগত সহকারী তসলিম হুসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হেলিকপ্টারে করে সাংসদকে ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“এমনিতে তিনি সুস্থ আছেন। একটু জ্বর ছিল। সেটা এখন কমে গেছে। মাঝে মাঝে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল।”
গত ৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় আক্তারুজ্জামানের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।গত দুদিন ধরে তিনি খুলনা শহরের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন জানিয়ে তসলিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাটের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।