যুক্তরাজ্যের বার্মিংহামে একাধিক ছুরি হামলা, আহত বেশ কয়েকজন

যুক্তরাজ্যের বার্মিংহামে একাধিক ছুরি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এই ছুরি হামলাগুলোর ঘটনা ঘটে।
দ্য ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১২ টা নাগাদ (স্থানীয় সময়) বার্মিংহাম সিটি সেন্টারে হামলার খবর পায় তারা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুলেন্স।
এদিকে যুক্তরাজ্য পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বার্মিংহাম সিটি সেন্টারে হামলার পর ওই এলাকায় আরো বেশ কিছু এলাকায় ছুরি হামলার খবর পাওয়া যায়।একটি বিবৃতিতে এই হামলাকে ‘বড় ঘটনা’ আখ্যা দিয়েছে যুক্তরাজ্য পুলিশ।ছুরি হামলায় আহতদের মধ্যে কতজনের অবস্থা গুরুতর তা জানা যায়নি। তবে আহতরা যাতে দ্রুত চিকিৎসা সুবিধা পায় তা নিশ্চিত করছে পুলিশ।