রিয়াল থেকে ধারে মিলানে দিয়াস

রিয়াল মাদ্রিদ থেকে এক বছরের জন্য ধারে তরুণ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াসকে দলে টেনেছে এসি মিলান।
এক বিবৃতিতে শুক্রবার ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে দলে ভেড়ানোর কথা জানায় মিলান।
২০১৯ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেওয়া দিয়াস লা লিগার সফলতম দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ২১ ম্যাচে দুই গোল করেছেন।
আগামী ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের দল শ্যামরক রোভার্সের বিপক্ষে ইউরোপা লিগের বাছাইপর্বের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে গত সেরি আয় ষষ্ঠ হওয়া মিলান।
এর চার দিন পর তারা সেরি আ আসর শুরু করবে বোলোরিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে।