ফেরি চলাচল বিঘ্নিত, শিমুলিয়ায় কয়েকশ গাড়ির জট

নাব্য সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে ছয়টি ফেরি দিয়ে ফেরি পারাপার শুরু হয় বলে বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান।
সরেজমিনে দেখা গেছে, এই নৌপথে যানবাহন পারাপারে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগায় এবং ফেরির স্বল্পতায় শিমুলিয়া ঘাটে কয়েক’শ যানবাহনের জট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা হাজারো মানুষকে।
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে শিমুলিয়া ঘাটে লঞ্চ ও স্পিডবোটে ভিড় বেড়েছে। ফলে গাদাগাদি করে পদ্মা পার হতে গিয়ে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই।
সফিকুল বলেন, “ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় শিমুলিয়া ঘাটে শত শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে। তাছাড়া ফেরিতে যাত্রী চাপ বেশি থাকায় পণ্যবাহী ট্রাক পারাপার করা সম্ভব হচ্ছে না।ফলে বহু ট্রাক ৪/৫ দিন ধরে পারাপারের অপেক্ষায় ঘাটে পড়ে আছে।