পাবনা-৪ আসনে জাপার প্রার্থী রেজাউল করিম

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. রেজাউল করিম।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির মনোনয়ন বোর্ডের সভায় সাক্ষাৎকার শেষে মো. রেজাউল করিমকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মনোনয়ন বোর্ডের সভাপতি গোলাম মোহাম্মদ কাদের এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় অংশ নেন পার্টির মহাসচিব ও মনোনয়ন বোর্ডের সদস্য সচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির কো-চেয়ারম্যান ও মনোনয়ন বোর্ডের সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও মুজিবুল হক চুন্নু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এবং সমরেশ মন্ডল মানিক।