প্রায় এক বছর বন্ধ থাকার পর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থ্রিজি ও ফোরজি সেবা চালু করেছে মোবাইল ফোন অপরেটরগুলো।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনার পর শুক্রবার থেকে এ সেবা শুরু করেছে অপারেটরগুলো।
একাধিক অপারেটর জানায়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গত বছর ফোর জি ও থ্রিজি সেবা বন্ধ করার সময় সে এলাকায় অপারেটরগুলোর গ্রাহক ছিল প্রায় সাড়ে তিন লাখ। চালুর পর ফোরজি ও থ্রিজি গ্রাহক সংখ্যা কী পরিমাণ দাঁড়াবে, তা কিছুদিন পর জানা যাবে।
গত বছর ১০ সেপ্টেম্বর বিটিআরসির নির্দেশনায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় থ্রিজি ও ফোরজি সেবা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে মোবাইল ফোন অপারেটরগুলো।
ওই দুই উপজেলায় শরণার্থী শিবিরে ১০ লাখর বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। তারা প্রতিবেশী দেশ মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদশে পালিয়ে আসে।