বিশ্বব্যাপী প্রথম বাংলাভাষার স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার ২৪বছরে পদার্পণ

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী চ্যানেলগুলির মধ্যে একটি এটিএন বাংলা | আজ তার ২৪ তম জন্মদিন উদযাপন করছে । ১৯৯৭ সালের ১৫ জুলাই অবিরাম বাংলার মুখ এই স্লোগানটি দিয়ে চ্যানেলটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। চ্যানেলটির এই শুভক্ষণে ড. মাহফুজুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানালেন এটিএন এমসিএলের সিইও সাজেদুর রাহমান মনিম ও এমডি মনিরুল ইসলাম মনি সহ পুরো এটিএন এমসিএল পরিবার।
এটিএন বাংলার ২৪বছর পদার্পণে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে আজ ।