নিষিদ্ধ হলেন শাহাদাত
সতীর্থের গায়ে হাত তুলে ৫ বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন শাহাদাত হোসেন। এর মধ্যে ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সঙ্গে আছে এক লাখ টাকা জরিমানা।
আজ দুপুরে বিসিবি টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান মিনহাজুল আবেদীন ৩৩ বছর বয়সী এই পেসারের শাস্তির ঘোষণা দেন। টেকনিক্যাল কমিটির শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে শাহাদাতের। ২৬ নভেম্বরের মধ্যে আপিল করতে পারবেন তিনি।
মিনহাজুলের কথায়, ‘ওর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এর মধ্যে ২ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওর যদি এর বিরুদ্ধে আপিল করার থাকে, তাহলে সে ২৬ তারিখের মধ্যে করতে পারবে। রিপোর্টে এসেছে, ও লেভেল ৪ অপরাধ করেছে। তারপর টেকনিক্যাল কমিটি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে।’