বিমানবাহী রণতরী তাইওয়ান প্রণালীতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে চীন
চীন তাদের দেশীয়ভাবে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘নিয়মিত’ প্রশিক্ষণের জন্য তাইওয়ান প্রণালীতে পাঠিয়েছিল এমন খবর সোমবার বেইজিং নিশ্চিত করেছে।
তাইওয়ান প্রণালীতে বিমানবাহী রণতরী পাঠানো আঞ্চলিক হুমকি বলে তাইপে বেইজিংকে দায়ী করার পর চীন এ কথা জানায়। খবর এএফপি’র।
সরকারি এক সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে চীনের নৌবাহিনী মুখপাত্র চেং দিউই বলেন, ‘ এই রণতরী পাঠানোর কোন সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না। তাইওয়ানের সাথে উত্তেজনার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেও এটি পাঠানো হয়নি।’