জিতেও জিতল না ম্যানইউ!
এক দল উড়ছে, আরেক দল যেন জিততে ভুলে গেছে। তাদের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এই সব হিসাব-নিকাশ থাকে না। থাকল না এবারও। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ঠিক সময়ে ফিরে পেল নিজেদের। প্রথমার্ধে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল উলে গুনার সুলশারের শিষ্যরা। তবে শেষ সময়ের গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ফিরেছে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। স্বাগতিকদের প্রথমার্ধে এগিয়ে নেন ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে সমতায় ফেরান অ্যাডাম লালানা।
থামল ইয়ুর্গেন ক্লপের দলের জয়রথ। দুই আসর মিলিয়ে লিগে টানা ১৭ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল।