বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আনোয়ারার চাতুরি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনায় আরও চার জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিস্ফোরণে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।